ঢাকা : বিয়ের পরে নাকি ওজন বাড়ে’ এটার বাস্তব প্রমাণ দিলেন বলিউড তারকা পরিণীতি চোপড়া। তার বিয়ের পর ১৫ কেজি ওজন বেড়েছে। কেন এমনটা হয়েছে এ নিয়ে তিনি কিছুটা চিন্তিতও।
আগের রূপে ফিরতে আপাতত তাই জিমে গিয়ে পুরনো চেহারায় ফেরার জন্যই ঘাম ঝরাচ্ছেন এ নায়িকা। গতকাল (৫ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়ায় পরিণীতি নিজের একটি ভিডিও শেয়ার করেছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, জিমে ঘাম ঝরাচ্ছেন তিনি। পাশাপাশি একটি দীর্ঘ ক্যাপশন দিয়েছেন। এতে পরিণীতি লিখেছেন, শেষ ৬ মাস কাটিয়েছি রহমান স্যারের স্টুডিওতে গান গেয়ে আর বাড়ি ফিরে যতটা সম্ভব জাঙ্ক ফুড খেয়ে। এই রুটিন মেনে চলতাম যাতে আমি ‘চমকিলা’-র জন্য অন্যান্য অন্তত ১৫ কিলো ওজন বাড়াতে পারি। গান এবং খাওয়া। এ ছিল আমার রুটিন। এবার ওই সিনেমার শুটিং শেষ।
[212758]
তিনি বলেন, এবার গল্পটা সম্পূর্ণ উল্টে গিয়েছে। আমি একদিকে যেমন স্টুডিওকে মিস করছি। তেমনই মনে পড়ছে জিমে আমার ওয়ার্কআউট, আমার পুরনো চেহারাটাকে। আবার এবার অমরজোতজি-এর মতো নয়। নিজের মতো দেখতে চাই। সেই পুরনো আমি। জানি বিষয়টা বেশ কঠিন। কিন্তু ইমতেয়াজ স্যার আর এ চরিত্রটার জন্য সবকিছু করতে পারি আমি। আরও অনেক ইঞ্চি কমাতে হবে আমায়।
পাশাপাশি পরিণীতি জানান নেটফ্লিক্সে মুক্তি পাবে এ সিনেমা।
এমটিআই