ঢাকা : চৌদ্দ বছরের এক কিশোরী অরিজিৎ সিংকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়লেন। রাফা ইয়াসমিন একজন সংগীতশিল্পী। যিনি ভারতের একটি বিখ্যাত বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গীত প্রতিযোগিতার আসরে ষষ্ঠ স্থান অধিকার করে মালদার মেয়ে রাফা ইয়াসমিন।
এই রাফার কণ্ঠে যখন বুঁদ গোটা মালদহ শহর থেকে জেলা। জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে অনু মালিক, অলকা ইয়াগনিক। সেই কিশোরীর কাছে গানের ঈশ্বর হলেন অরিজিৎ সিং। তাই অরিজিতের সঙ্গে তার বাসায় দেখা করে বিশ্বাসই করতে পারছিল না রাফা।
[215711]
নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে এই উঠতি গায়িকা লিখেছে, ফাইনালি, আমি আমার অনুপ্রেরণা, আমার আদর্শ অরিজিত স্যারের সাথে দেখা করতে পারলাম। আমি এখনো বিশ্বাস করে উঠতে পারছি না যে এটা তো সম্ভব হয়েছে এবং তার বাসাতেই।
অরিজিৎ সিংকে গানের ঈশ্বর আখ্যা দিয়ে লিখেছে, আমার এই ক্ষুদ্র জীবনে দেখা আপনি অসম্ভব সৎ, যত্নবান মানুষ। সত্যিই আমি এমনটা দেখিনি আমার জীবনে। আপনি আমার কাছে শুধুই একজন গায়ক নন। আপনি আমার কাছে গানের ঈশ্বর। প্রনাম স্যার।
এমটিআই