‘বাক স্বাধীনতার জন্য লড়াই হলো, প্রয়োগ করা যাচ্ছে না’

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৪, ০২:২৯ পিএম

ঢাকা : নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে পরিচিতি পান মুমতাহিনা টয়া।  শিক্ষার্থীদের আন্দোলনের শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন তিনি।

শুধু সামাজিক মাধমেই নয়, রাজপথেও আন্দোলনে দেখা মিলেছে তার। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন। অন্য সবার মতো টয়াও স্বপ্ন দেখছেন নতুন বাংলাদেশের। তবে এখনো বাক স্বাধীনতার প্রয়োগ নেই বলে মনে করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই নিয়ে একটি পোস্ট করেছেন তিনি।

[229900]

টয়া লিখেন, বাক স্বাধীনতার জন্য লড়াই হলো, কিন্তু প্রয়োগ করা এখনো যাচ্ছে না। আমি ভাই অনলাইন-এ শো অফ করে আন্দোলন করি নাই। রাস্তায় অনেক আগে থেকেই ছিলাম। আমি অতবড় কেউ না তাই অত বেশি কভারেজ পাই নাই। যেটা অন্যায় সেটাকে অন্যায় বলেছি এবং বলছি।

[229863]

টয়া আরও বলেন, একটা কথা ৫ আগস্ট তারিখের আগে বলেছি, এখনো বলছি। সমালোচনা করলেই সে ওই দলের লোক বা সেই দলের লোক, দালাল, চামচা এইসব বলা বন্ধ করতে হবে। ১৬ বছর বলি নাই এটা আমাদের বড় ভুল। আজকে থেকে এ ভুল শুধরাতে চাই। গঠনমূলক আলোচনা ও সমালোচনা শিখতে এবং করতে চাই।

এমটিআই