ঢাকা : অনন্ত আম্বানির বিয়েতে বলিউড তারকাদের হিড়িক পড়েছিল। কবজি ডুবিয়ে খেয়ে, নেচে-গেয়ে বিয়ে মাতিয়েছেন তারা। অনন্যা পাণ্ডেও ছিলেন এই দলে।অনন্ত আম্বানির বিয়েতে গিয়ে নাকি নতুন প্রেমিক খুঁজে পেয়েছেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। সূত্র বলছে, বিয়ের আনন্দের মাঝে অনন্যা ও তাঁর নতুন প্রেমিক নাকি অন্তরঙ্গ সময়ও কাটিয়েছে হোটেলের এদিক ওদিক।
শুধু তাই নয়, নতুন বয়ফ্রেন্ডকে অনন্যার এতটাই পছন্দ হয়েছে যে, তাঁর নামে লকেটও বানিয়ে ফেলেছেন চাঙ্কি পাণ্ডে কন্যা। তবে এতদিন এই ভালোবাসার আগুন শুধুই ছিল অনন্যার মনে। গুঞ্জনে এসেছে এবার সেই প্রেমিকও নাকি অনন্যার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। আর সেই কারণেই সোশাল মিডিয়ায় অনন্যার প্রতি প্রেমের ইস্তেহার লিখলেন তিনি।
[231569]
অনন্যার নতুন প্রেমিকের নাম ওয়ালকার ব্লানকো। পেশায় তিনি মডেল। অন্য পরিচয়ও রয়েছে। সূত্র বলছে, ওয়ালকার রিলায়েন্সের একটি ফ্যাশন কোম্পানির প্রচার সামলান। অনন্যার সঙ্গে তার প্রথম আলাপ একটি বিজ্ঞাপনের শুটে। তবে সেবার নাকি তেমন জমেনি আলাপ। গোটা প্রেম কাণ্ড ঘটেছে অনন্ত আম্বানির বিয়েতেই।
কিছু মাস আগেই আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডের প্রেমের গুঞ্জনে সরগরম ছিল বলিউড। বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। আবার ঘুরিয়ে সম্পর্কের কথা স্বীকারও করছিলেন অনন্যা।তবে হঠাৎ খবর আসে তাদের বিচ্ছেদের।
বিচ্ছেদ হতেই নতুন প্রেমে পড়েছেন অভিনেত্রী অনন্যা পান্ডে। বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়েছে খুব বেশি দিন হয়নি। এর মধ্যেই নতুন প্রেমের ইঙ্গিত পাওয়া গেল।
প্রেমের সম্পর্কে দু’জনেই এতদিন নিরব ছিলেন। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রেমের সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন ওয়াকার। অনন্যা অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘কল মি বে’ ওটিটিতে মুক্তি পাওয়ার পর সেটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে এর ক্যাপশনে লেখেন, হেই বে।
ওয়াকারের এমন পোস্টের পরই নেটদুনিয়ায় শুরু হয়েছে নেটিজেনদের নানা জল্পনা-কল্পনা। ভক্তরা বলছেন, নতুন পোস্টের মাধ্যমে ওয়াকার তার প্রেমের সম্পর্কে সিলমোহর দিয়েছেন। যদিও ওয়াকারের এমন পোস্টে এখনও কোনও মন্তব্য করেননি অনন্যা।
[231568]
অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে খবর, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানেই নাকি ওয়াকারের সঙ্গে অনন্যার প্রেম। অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ ক্রুজ় পার্টিতেই প্রথম দেখা হয়েছে দু’জনের। এখন শুধু ওয়াকার ও অনন্যার সিলমোহরের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।
ইউআর /এমটিআই