সংসারজীবনে ৩১ বছর পার করলেন মিশা সওদাগর

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৮:৫০ পিএম

ঢাকা : আজ মিশা মিতা দম্পতির ৩২তম বিবাহবার্ষিকী। ১৯৯৩ সালের ৬ ডিসেম্বর ভালোবেসে বিয়ে করেন তারা। আজ দিনভর মিশা সওদাগর ও তার স্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন তাদের কাছের মানুষেরা।

মিশা এ বিষয়ে ফেসবুকে লিখেছেন, ‘শুভ সকাল। দোয়ার বরখাস্ত রইলো। ৩১ পেরিয়ে ৩২”। টানা ১০ বছর চুটিয়ে প্রেম করে বিয়ে করেছেন এই দম্পতি। দাম্পত্য জীবনে নিজেদের ভালোবাসাকে ওটুট রাখতে কেউই ছাড় দেন না।

[238946]

রূপালি পর্দায় ‘মন্দ মানুষ’ বলেই পরিচিত মিশা সওদাগর। তার মত অসৎ মানুষ আর খুঁজে পাওয়া যায়না। কিন্তু পর্দার বাইরে চমৎকার বন্ধুসুলভ এবং আন্তরিক একজন মানুষ তিনি। এছাড়া রূপালি পর্দায় নায়ক-নায়িকাদের প্রেমে সবসময় বাগড়া দিলেও বাস্তব জীবনে মিশা একেবারেই আলাদা। বেশ রোমান্টিক।

এমটিআই