ভেঙে ফেলা হলো আমির খানের বাড়ি

  • বিনোদন ডেস্ক: | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৪, ০৯:৩১ পিএম

ঢাকা: হঠাৎ ভেঙে ফেলা হলো বলিউড অভিনেতা আমির খানের মুম্বাইয়ের অভিজাত পালি হিলের অ্যাপার্টমেন্ট। আসলে বলিউড তারকা সিদ্ধান্ত নিয়েছেন, এটি নতুন করে নির্মাণের। 

তিনি যে এমনটা করতে চলেছেন, তা গত বছর থেকেই শোনা যাচ্ছিল অবশেষে শুরু হল কাজ। মুম্বইয়ের অভিজাত অঞ্চল পালি হিল। সেখানেই বেলা ভিস্তা ও মারিনা নামের দুটি বিলাসবহুল আবাসনের ২৪টি ফ্ল্যাটের মধ্যে ৯টিই আমিরের।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘এই পুরো বিষয়টির সঙ্গেই আমির যুক্ত রয়েছেন। তিনি এবং আরও যাদের এখানে ফ্ল্যাট রয়েছে তারা এবার ৫৫ থেকে ৬০ শতাংশ বেশি এলাকা পাবেন বসবাসের জন্য। খরচ পড়বে প্রতি বর্গ ফুটে ৮০ হাজার থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা।’

[239040]

প্রতিবেদনে আরও বলা হয়, ‘ওই অ্যাপার্টমেন্টগুলো চল্লিশ বছরের পুরোনো। এখানে প্রথম থেকেই থাকেন আমির ও তার পরিবার। এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো ভেঙে ফেলে নতুন করে তৈরি করা হবে। প্রথমে বাকি আবাসিকদের ততটা উৎসাহ না থাকলেও পরে সকলেই রাজি হয়ে যান বলিউড তারকার প্রস্তাবে।’

এই মুহূর্তে আমির ব্যস্ত ‘তারে জমিন পর’-এর সিকোয়েল ‘সিতারে জমিন পর’-এর কাজে। ছবিটি মুক্তি পাবে ২০২৫ সালে। ছবিতে আমিরের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী জেনেলিয়া দেশমুখকে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত স্প্যানিশ ছবি ‘চ্যাম্পিয়নস’ অবলম্বনে তৈরি হবে ছবিটি।

[239030]

প্রসঙ্গত, আমিরের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘লাল সিং চাড্ডা’। সেটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তবে ২০২৩ সালে ‘লাপাতা লেডিজ’ ছবিটি প্রযোজনা করেছিলেন আমির। যদিও ছবিতে তিনি অভিনয় করেননি। 

আইএ