কোন শর্তে জামিনে মুক্ত হলেন আল্লু অর্জুন?

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ১১:১৭ এএম

ঢাকা : পুষ্পা খ্যাত সুপারস্টার আল্লু অর্জুন শনিবার সকালে জেল থেকে ছাড়া পেলেন। তেলঙ্গনা হাইকোর্ট অন্তর্বর্তী জামিন দিলেও শুক্রবার রাতে জেলেই থাকতে হয় আল্লুকে। আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় হায়দরাবাদের চঞ্চলগুড়া জেলেই রাত কাটাতে হয় অভিনেতাকে। শনিবার সকালে জেল থেকে তিনি জুবিলি হিলসের বাড়িতে ফিরেছেন।

জানা গেছে, সকাল পৌনে সাতটা নাগাদ জেলের পিছনের দরজা দিয়ে বেরিয়ে আসতে দেখা যায় আল্লুকে। জেল থেকে তাকে বাড়ি নিয়ে যেতে গিয়েছিলেন তার বাবা আল্লু অরবিন্দ এবং শ্বশুর কাঞ্চরলা চন্দ্রশেখর রেড্ডি। হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের অন্তর্বর্তী জামিন পেয়েও অভিনেতাকে কেন রাতে জেলে আটকে রাখা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন তার আইনজীবী।

তার দাবি, হাইকোর্টের নির্দেশের কপি রাতেই জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। কিন্তু নানা কারণে অভিনেতাকে জেল থেকে ছাড়া হয়নি। ফলে রাতে জেলে থাকতে হয়েছে তাকে। এর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন সুপারস্টারের আইনজীবী।

[239641]

গত ৫ ডিসেম্বর আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২ দ্য রুল’ ছবি মুক্তি পেয়েছে। ৪ ডিসেম্বর রাতে হায়দরাবাদে ওই ছবির প্রিমিয়ার শো ছিল সন্ধ্যা থিয়েটারে। সেই উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা। তাকে দেখতে তার অসংখ্য ভক্ত সেখানে জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো ঘাম ঝরে হায়দরাবাদ পুলিশের।

পদপিষ্টে এক নারীর মৃত্যুর ঘটনায় আল্লুর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। নিম্ন আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কর্নাটক হাইকোর্টে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানান আল্লু। শুক্রবারই অন্তর্বর্তী জামিন পান তিনি।

এমটিআই