ঢাকা: দরজায় কড়া নাড়ছে নতুন বছর ২০২৫ সাল। বিদায়ী বছরের ঘটনাপ্রবাহে নাটক-সিনেমার শিল্পীদের মধ্যে যারা ছিলেন আলোচিত-সমালোচিত তাদের নিয়ে আজকের প্রতিবেদন।
* শাকিব খান
চলতি বছরে শাকিব খান অভিনীত ‘রাজকুমার’, ‘তুফান’ ও ‘দরদ’ নামে তিনটি সিনেমা মুক্তি পায়। প্রথম দুই সিনেমা নিয়ে আলোচনায় থাকলেও বছর শেষে দরদ নিয়ে সমালোচিত হয়েছেন এ নায়ক। ‘তুফান’ সিনেমা দর্শকদের কিছুটা আশ্বস্ত করতে পারলেও ‘দরদ’-এ ছিল শাকিবের ভরাডুবি।
* আরিফিন শুভ
চলতি বছরে কোনো সিনেমা মুক্তি পায়নি আরিফিন শুভর। তবে এ বছরে বেশ সমালোচিত হয় এ অভিনেতা। ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় মুজিব চরিত্রে রূপদান করেছিলেন। ফলে ৫ আগস্টের পর থেকেই এ অভিনেতা আড়ালে চলে যান। এরপর থেকে আর কোনো কাজে তাকে দেখা যায়নি। মাঝে গোপনে ভারতে চলে যান। কিন্তু ফিরে আসার আর কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
* চঞ্চল চৌধুরী
শেখ হাসিনা ঘনিষ্ঠ হওয়ার কারণে অভিনেতা চঞ্চল চৌধুরীও ৫ আগস্টের পর আড়ালে চলে যান। হাসিনা তোষণের কারণে হন ব্যাপক সমালোচিত।
* মোশাররফ করিম
চলতি বছর মোশাররফ করিম আলোচনায় ছিলেন ভৌতিক সিরিজে অভিনয় করে। এবারই প্রথম দুটি ভৌতিক গল্পে কাজ করেছেন তিনি।
* জিয়াউল ফারুক অপূর্ব
বছরজুড়ে বিভিন্ন নাটক দিয়ে আলোচনায় ছিলেন জিয়াউল ফারুক অপূর্ব। বছরের শেষপ্রান্তে এসে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তার অভিষেক হয়। এ ছাড়াও এ বছর বেশি আলোচনায় ছিলেন ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’ দিয়ে।
* অপু বিশ্বাস
বছরজুড়ে কেবলই সমালোচনার জন্ম দিয়েছে অপু বিশ্বাস। এ বছর তার অভিনীত ‘ছায়াবৃক্ষ’ নামে মাত্র একটি সিনেমা মুক্তি পায়। সেটিরও ভরাডুবি ঘটে। তবে বছরজুড়ে নানা বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচিত হন তিনি। এ ছাড়াও আওয়ামী ঘনিষ্ঠ শিল্পী হওয়ায় বিভিন্ন দোকান উদ্বোধনে গিয়েও জনতার রোষানলে পড়েন।
* আজমেরী হক বাঁধন
শেখ হাসিনাবিরোধী আন্দোলনে সক্রিয় অংশ নিয়ে চলতি বছর বেশ আলোচনায় ছিলেন অভিনেত্রী বাঁধন।
* শবনম বুবলী
চলতি বছর শবনম বুবলী অভিনীত তিনটি সিনেমা মুক্তি পায়। যা তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে। বছর শেষে এসে ‘পিনিক’ নামে একটি সিনেমায় প্রথমবার নেতিবাচক চরিত্রে কাজ করছেন।
* মেহজাবীন চৌধুরী
বছরজুড়ে সিনেমা নিয়ে আলোচনায় ছিলেন মেহজাবীন চৌধুরী। ‘সাবা’ ও ‘প্রিয় মালতী’ নামে দুটি সিনেমা নিয়ে বিদেশে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ঘুরে বেড়িয়েছেন তিনি। এছাড়া চলতি বছর বড়পর্দায় তার অভিষেক হয়।
* সাবিলা নূর
চলতি বছর ‘গোলাম মামুন’ সিরিজে অভিনয় করে আলোচনায় ছিলেন সাবিলা নূর।
* তাসনিয়া ফারিণ
চলতি বছরের শুরুতেই ওয়েবফিল্ম ‘অসময়’ নিয়ে আলোচনায় আসেন ফারিণ। সিনেমায়ও তার অভিষেক হয় এ বছর। এছাড়া ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে তাহসানের সঙ্গে একটি গান গেয়ে বেশ আলোচিত হন তিনি।
* নুসরাত ফারিয়া
ঢাকাই সিনেমার এ নায়িকার কোনো সিনেমা মুক্তি পায়নি চলতি বছর। কাজও করেননি কোনো সিনেমায়। তবে চলতি বছরেই তিনি বেশি সমালোচিত হন মুজিব সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার জন্য। ছাত্র আন্দোলনের সময় আওয়ামী ঘনিষ্ঠ এ অভিনেত্রী বিদেশে পাড়ি জমান ।
* সাদিয়া আয়মান
নাটকের অভিনেত্রী সাদিয়া আয়মান এ বছরই তিনটি বিতর্কিত কাণ্ড ঘটিয়ে বেশ সমালোচনার জন্ম দেন। এক সাংবাদিকের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর পাশাপাশি প্রেম সংক্রান্ত বিষয়েও সমালোচিত হন এ অভিনেত্রী। এছাড়া তার একটি ওয়েব ফিল্মের প্রমোশনের জন্য লাইভে এসে বিভ্রান্তি ছড়িয়েও নেটজেনদের চক্ষুশীলে পরিণত হয়েছেন। পরবর্তীতে ক্ষমাও চান তিনি।
ইউআর