বিবাহিত নারীদের পরামর্শ দিলেন মালাইকা

বিয়ের পরে নিজেকে বিসর্জন দিয়ে দেবেন না!

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ১২:২৬ পিএম

ঢাকা: পিতৃতান্ত্রিক সমাজে সাধারণত বিয়ের পর মেয়েরাই স্বামীর সঙ্গে থাকতে আসেন। স্বামী সচরাচর স্ত্রীর সঙ্গে থাকার জন্য তাঁর বাড়িতে আসেন না। মালাইকা মনে করেন, ওই ব্যবস্থাই বহু মহিলার মানসিকতাকেও নিয়ন্ত্রণ করে।

তিনি বিয়ে, বিচ্ছেদ, প্রেম, একত্রবাসের সম্পর্ক এবং সম্পর্ক শেষে একাকিত্ব— সবই দেখেছেন। নিজের জীবনের সেই সমস্ত অভিজ্ঞতা থেকেই বিবাহিত মহিলাদের কিছু জরুরি পরামর্শ দিলেন অভিনেত্রী মলাইকা আরোরা।

এক সাক্ষাৎকারে মালাইকা খানিক খোলামেলা ভঙ্গিতেই জানিয়েছেন, বিয়ের পরে মেয়েদের অন্তত নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আলাদা রাখা জরুরি। মালাইকার পরামর্শ, ‘‘স্বামীর মন জোগাতে গিয়ে নিজের পরিচয়টা হারিয়ে ফেলো না।’’

[240473]

পিতৃতান্ত্রিক সমাজে সাধারণত বিয়ের পর মেয়েরাই স্বামীর সঙ্গে থাকতে আসেন। স্বামী সচরাচর স্ত্রীর সঙ্গে থাকার জন্য তাঁর বাড়িতে আসেন না। মালাইকা মনে করেন, ওই ব্যবস্থাই বহু মহিলার মানসিকতাকেও নিয়ন্ত্রণ করে। তিনি বলছেন, ‘‘মেয়েরা মনে করে বিয়ের পর সে যখন নতুন জায়গায় আসছে, তখন তাকেই কিছুটা বোঝাপড়া করতে হবে। ওই ভাবনা থেকেই অনেক সময় তারা নিজেদের বিলিয়ে দেয়। নিজের পছন্দ অপছন্দের খেয়াল রাখে না। সঙ্গীর পছন্দকেই নিজের পছন্দ বানিয়ে নেন। আমার মতে সেটা করা উচিত নয়।’’

বিবাহিত মহিলাদের মালাইকার পরামর্শ, ‘‘স্বাধীন রাখো বাবা! যো তেরা হ্যায় উও তেরা হ্যায়। যো মেরা হ্যায় উও মেরা হ্যায়। জানি, বিয়ের পর সবকিছু এক করার, মিলিয়ে দেওয়ার একটা চেষ্টা থাকেই। কিন্তু নিজের পরিচয়, নিজের পছন্দ অপছন্দকে সম্মান জানানোটাও ততটাই জরুরি।’’ মালাইকা বলছেন, ‘‘তুমি তো এক জনের পদবিটা নিজের নামের সঙ্গে জুড়েছোই , পরিচয়টাও কি বিসর্জন দেবে?’’

ইউআর