ঢাকা: মাঝে মধ্যেই শোবিজ দুনিয়ার তারকাদের রহস্যজনক মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। কখনও অভিনয়শিল্পী, কখনও সংগীতশিল্পী বা সোশ্যাল তারকাদের। এবার রহস্যজনক মৃত্যু হয়েছে আরজে সিমরান সিংয়ের।
তিনি ভারতের জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় রেডিও জকি (আরজে)। গত ২৫ ডিসেম্বর রাতে সিমরানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে গুরগাঁও পুলিশ। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ২৫ বছর।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিমরানের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে গুরগাঁও পুলিশ। প্রতিবেদন হাতে পেলে জানা যাবে মৃত্যুর সঠিক কারণ। তবে পুলিশের ধারণা আত্মহত্যা করেছেন সিমরান।
[240550]
জানা গেছে, গুরগাঁওয়ের ৪৭ নম্বর সেক্টরের নিজ অ্যাপার্টমেন্ট থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সিমরানের। তার বন্ধুরা ফোন ও মেসেজ করেছিলেন তাকে। কিন্তু কোনো সাড়া না পেয়ে বিষয়টি পুলিশকে জানায় তারা। পরে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং সিমরানের বন্ধু ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জম্মু ও কাশ্মীরের মেয়ে সিমরান। সোশ্যাল মিডিয়ায় তার ব্যাপক জনপ্রিয়তা। এ ছাড়া বিভিন্ন প্ল্যাটফর্মে হাজার হাজার ভক্ত-শুভাকাঙ্ক্ষী রয়েছে তার। শুধু তাই নয়, সংগীতের প্রতি ভালোবাসার কারণেও বেশ পরিচিত ছিলেন তিনি। এ ছাড়া নিজেকে একজন প্রতিভাবান আরজে হিসেবে প্রতিষ্ঠিক করেছিলেন সিমরান। জম্মু ও কাশ্মীরের হওয়ায় অনেকে ‘জম্মু কি ধারকান’ বলেও ডাকতেন তাকে।
গত ১৩ ডিসেম্বর ইনস্টাগ্রামে শেষ পোাস্ট দিয়েছেন আরজে সিমরান। সেদিন একটি রিল পোস্ট করেছিলেন। তাতে ক্যাপশনে লিখেছিলেন, গাউনসহ অবিরাম হাস্যোজ্জ্বল একটি মেয়ে সৈকত দখল করে আছে।
সিমরানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও নানান ধরনের শোকবার্তা দিচ্ছেন তারা।
ইউআর