সালমানের জন্য বড় ঝুঁকি নিল আম্বানী পরিবার! 

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ০৪:৩৬ পিএম

ঢাকা: প্রতি বছর গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট, নাহয় অর্পিতা খানের বাড়িতে উদযাপনের আয়োজন করা হয়। এ বছর নিরাপত্তার কারণে আম্বানী বাড়িতে পার্টির আয়োজন।

এক দিকে মৃত্যুভয়, অন্য দিকে জীবন উদ্‌যাপনের হাতছানি। ছবিশিকারিদের ছড়িয়ে দেওয়া ঝলক বলছে, এ বছর আর হৃদয় নয়, মস্তিষ্ককে প্রাধান্য দিয়েছেন ভাইজান। সেই জোরেই তিনি মৃত্যুভয় এড়িয়েছেন, জন্মদিনের উল্লাসেও মেতেছেন। তাঁর হাসিমুখ দেখতে বড় ঝুঁকি নিয়েছে অম্বানী পরিবার।

যে কোনও সময় সালমনের ঘনিষ্ঠদের উপরে হামলা চালাচ্ছে কুখ্যাত লরেন্স বিশ্নোইয়ের দলবল। সেই ভয় সরিয়ে ২৭ ডিসেম্বর জামনগরে ব্যবসায়ী পরিবারের রিসোর্টে উষ্ণ অভ্যর্থনা জানাল খানদানকে। সেখানেই জন্মদিনের জমজমাট উদ্‌যাপন। যা দেখে বলিউড বলছে, অনন্ত অম্বানীর বিয়েতে গানের তালে নাচতে দেখা গিয়েছিল ৫৯ বছরের অভিনেতাকে। এই সুযোগে আম্বানীরা বুঝি সেই ঋণ মেটালেন!

[240601]

ভাইজান জামনগরে আসছেন, খবর ছড়াতেই বিমানবন্দরের সামনে তিল ধারণের জায়গা ছিল না। কালো পোশাকে মুড়ে, নিরাপত্তারক্ষীদের বেষ্টনির মধ্যে থেকেই হাসিমুখে সালমন হাত নাড়েন উপস্থিত সকলের উদ্দেশ্যে। বাইরে তখন দিনের আলো ফিকে হয়ে আসছে। জন্মদিনের রাত প্রতি বারের মতোই রঙিন। আম্বানী পরিবারের নিরাপদ ঘেরোটোপে সন্ধ্যা গাঢ় হতেই আকাশে আতসবাজির রোশনাই। রিসোর্টের গেটের উপর লেখা ‘শুভ জন্মদিন ভাই’। নেপথ্যে বেজেছে, তাঁর ‘কিক’ ছবির গান ‘জুম্মে কি রাত হ্যায়’।

ইউআর