হলুদ স্নানপোশাকে সমুদ্রতীরে ভাইরাল একরত্তি ইয়ালিনি

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ১১:৩৪ এএম

ঢাকা: ‘সন্তান’ দর্শক প্রশংসিত। ছবির টিম নিয়ে ফুকেত উড়ে গেলেন রাজ চক্রবর্তী। সঙ্গে অবশ্যই পরিবার। উদ্দেশ্য, কয়েকটি দিন বাইরে কাটানো। সতেজ অক্সিজেন ফুসফুসে ভরে ফের চেনা দুনিয়ায় ফেরা। স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ছেলেমেয়ে ইউভান-ইয়ালিনি, ভাগ্নী সৃষ্টি পাণ্ডে-সহ বহু জন পরিচালকের এই অন্তরঙ্গ সফরসঙ্গী। তার কিছু ছবি সমাজমাধ্যমে ভাইরাল।

যদিও খবর এটা নয়, চর্চায় রাজের এক বছরের কন্যা ইয়ালিনি। সবে টলোমলো পায়ে হাঁটতে শিখেছে। তার মধ্যেই হলুদ রঙের বিকিনি পরে সমুদ্রতটে বসে! মাথার উপরে চুড়ো করে বাঁধা চুল। কখনও পা মুড়ে বসে সে। কখনও আপন মনে বালি নিয়ে খেলতে ব্যস্ত। দাদা ইউভানের সঙ্গেও খেলছে সে। ছবি দেখে ইতিমধ্যেই নেটাগরিকদের মধ্যে নানা জল্পনা। কেউ বলছেন, ছেলে ইউভান বাবার মতোই হয়তো পরিচালনায় আসবে। মেয়ে হয়তো মায়ের মতো অভিনয়ে। সেই জন্যই বুঝি বিকিনিতেও সাবলীল।

[240649]

বড়দিনে একাধিক ছবির মধ্যে রাজের ‘সন্তান’ অন্যতম। লোকমুখে প্রচারে ছবির বাণিজ্য ক্রমশই ঊর্ধগামী। ছবিতে আইনজীবীর চরিত্রে শুভশ্রী। ছবির সাফল্য উদ্যাপনে শহরের বাইরে রাজ? জানা গিয়েছে, বছর শেষ হতে আর কয়েকটি দিন। তাই পরিবারকে সময় দিতেই বাইরে উড়ে গিয়েছেন প্রযোজক-পরিচালক। ৩১ ডিসেম্বর ফুকেতেই কাটাবেন। নতুন বছরে ফের নিজের শহরে পা রাখবেন জুটি।

ইউআর