শ্রাবন্তীকে বিয়ের প্রস্তাব যুবকের!

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ০৭:৫৯ পিএম

ঢাকা : সুইমিংপুলে নেমেছেন শ্রাবন্তী- এমন কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন শ্রাবন্তী। আর তাতেই তীব্র কটাক্ষ শুরু করে দিয়েছেন নেটিজেনরা। রীতিমতো অশালীন বাক্যবাণে আক্রমণ করেছেন অভিনেত্রীকে। এছাড়াও কেউ কেউ তাকে সরাসরি বয়স নিয়েও কটাক্ষ করেছেন।  তবে এ বিষয়ে একেবারে চুপ কলকাতার আলোচিত এই অভিনেত্রী। 

বছরের প্রথমদিনেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী চ্যাটার্জি। ছবিতে দেখা যায় তিনি স্বচ্ছ্ব নীল জলের সুইমিং পুলে নেমেছেন। তবে ছবির ভাষা বলছে, তিনি সাঁতার কাটতে মোটেও নামেননি, হয়তো ছবি তুলতেই নেমেছেন। চোখে কালো গগলস, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক; হাসিমুখে ক্যামেরার দিকে পোজ দিয়েছেন। এসব ছবি পোস্ট করতেই মন্তব্য বাক্সে ঝাপিয়ে পড়েন নেটিজেনরা।

[240951]

আবার অর্ণব নামের এক যুবক শ্রাবন্তীর এই লুক দেখেই তাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছেন। ছবির নিচেইওই যুবক লিখেছেন, আমি তোমাকে বিয়ে করতে চাই। শ্রাবন্তী অবশ্য এমন প্রস্তাবও দেখে না দেখার ভান করেছেন। কোনো উত্তর দেননি।

কলকাতার বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। পেশাগত দিকের জন্য যত না আলোচনা হয়, তার থেকে বেশি কথা হয় নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে। খুবই ছোটবেলায়, ১৬ বছর বয়সে বিয়ে করেন তিনি। মাত্র ১৬ বছর বয়সেই বিয়ে করেন পরিচালক রাজীব বিশ্বাসকে। বিয়ের পর অভিনয় থেকে কিছুটা সরে যান শ্রাবন্তী। তারপরই তিনি মা হন। কিন্তু এসময় ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে তাদের মধ্যে। এমনকি অভিনেত্রী দাবী করেন যে, রাজীব তাঁর ওপর শারীরিক অত্যাচারও চালিয়েছেন। তারপর বাধ্য হয়ে বিচ্ছেদ ঘটে তাদের মধ্যে।

[240939]

লম্বা বিরতির পর ২০০৮ সালে আবারো টলিউডের পর্দায় কামব্যাক করেন অভিনেত্রী। ব্যাস, তারপর থেকে আর তাকাতে হয়নি তাকে। বড় বড় হিট সিনেমা উপহার দিয়েছেন বঙ্গ ইন্ডাস্ট্রিকে। তারপর থেকে একাধিক সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। কিন্তু আর সম্পর্ক টেকেনি তার। কিছুদিন আগে একই বিল্ডিংয়ের বাসিন্দা অভিরূপ নাগ চৌধুরীর সাথে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। 

কদিন আগে আবার এও শোনা যায় অভিরূপকে ছেড়ে জিম ট্রেনারের সাথে রোম্যান্স করছেন তিনি। কিন্তু এখন এসব মন দিতে নারাজ তিনি।

এমটিআই