মাটি ব্যথা পাবে ভেবে প্রবীর মিত্র ধীরে ধীরে হাঁটতেন: মিশা

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০৭:৫৪ পিএম

ঢাকা : চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকাই সিনেমার ‘রঙিন নবাব’ খ্যাত অভিনেতা প্রবীর মিত্র। 

সোমবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এফডিসিতে আনা হয় তার মরদেহ। এ সময় তাকে শেষ শ্রদ্ধা জানাতে এফডিসিতে হাজির হন অভিনেতার দীর্ঘদিনের সহকর্মীসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকেই।

বাদ জোহর নামাজে জানাজা শেষে অভিনেতা ও শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ‘আমরা যখন নিজেদের ক্যারিয়ারে থাকি তখন আমরা শিল্পী হিসেবে দাবি করি। কিন্তু না। শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত প্রবীর মিত্র শিল্পী ছিলেন। প্রমাণ করে দিয়ে গেছেন তিনি পরিপূর্ণ একজন প্রকৃত শিল্পী।’

মিশা আরও বলেন, ‘ব্যক্তিগত জীবনে প্রবীরদা ছিলেন চমৎকার একজন মানুষ। প্রেমকে তিনি স্বীকৃতি দিয়ে গেছেন। প্রেমের জন্য নিজের ধর্ম ত্যাগ করেছেন। ছেলে-মেয়েকে তিনি সেভাবেই মানুষ করেছেন। তার প্রেমের সঙ্গে লাইলি-মজনুর প্রেম তুলনা করলে মনে হয় ভুল হবে না। তিনি চলচ্ছিত্রের সবাইকে নিজের পরিবার ভাবতেন। তার প্রমাণ, ছেলের বিয়েতে চলচ্চিত্রের সবাইকে ঘরে ঘরে গিয়ে বিয়ের কার্ড বিতরণ করেছেন।’

মিশা বলেন, ‘প্রবীরদা ছিলেন ভিন্ন একজন মানুষ। একদম সাদা মনের মানুষ। মাটি ব্যথা পাবে বলে তিনি ধীরে ধীরে হাঁটতেন। বলা চলে তিনি যখন হাঁটতেন মাটি চুপ থাকত। হয়ত মাটি বুঝতো প্রবীর মিত্র হাঁটছেন। মানুষের সমস্যা হবে মনে করে তিনি আস্তে কথা বলতেন। এসব কারণে আমি তাকে চলচ্চিত্রের বিশ্ববিদ্যালয় বলি। আজকে এই মানুষটি আমাদের মাঝ থেকে চিরবিদায় নিলেন। সবাই তার জন্য দোয়া করবেন।’

[241168]

রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকাই সিনেমার ‘রঙিন নবাব’ খ্যাত অভিনেতা প্রবীর মিত্র। 

সোমবার দুপর সাড়ে ১২টার দিকে এফডিসিতে আনা হয় তার মরদেহ। লাশবাহী গাড়ি এফডিসিতে পৌঁছানোর পর ভারী হয়ে ওঠে পুরো চত্বর। কাঁন্নায় ভেঙে পড়েন দীর্ঘদিনের সহকর্মীরা। দুপুর ১টা ৪০ মিনিটে এফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশনের সামনে অনুষ্ঠিত হয় ৮৩ বছর বয়সী এই অভিনেতার প্রথম জানাজা। সেখানে জানাজা শেষে এরপর তার মরদেহ নেওয়া হয় চ্যানেল আই প্রাঙ্গনে।

প্রবীর মিত্রকে শেষ বিদায় জানাতে এফডিসিতে এসেছিলেন নায়ক আলমগীর, উজ্জ্বল, ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, মেহেদী, বাপ্পী চৌধুরী, অভিনয়শিল্পী সুব্রত, নাসরিন, রোমানা মুক্তি, পরিচালক ছটকু আহমেদ, দেলোয়ার জাহার ঝণ্টু, শাহিন সুমন, মুশফিকুর রহমান গুলজার, সাইফ চন্দনসহ চলচ্চিত্র জগতের অনেকে।

এমটিআই