আমি যোগ্য, সেরাটা পাওয়ার জন্য উপযুক্ত: ভাবনা

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০৭:৫৭ পিএম
আমি যোগ্য, সেরাটা পাওয়ার জন্য উপযুক্ত: ভাবনা

ঢাকা : কাজের পাশাপাশি বরাবরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব আশনা হাবিব ভাবনা। সোমবার দুপুরে বেশ কয়েকটি ছবি পোস্ট করে আবারও নিজের অবস্থানের জানান দিলেন অভিনেত্রী।

সেই পোস্টে তিনি মনে করিয়ে দিলেন যে, সব ধরণের কাজের জন্য তিনি সেরা ও যোগ্য।

আশনা হাবিব ভাবনা লিখেন, নিজেকে মনে করিয়ে দিচ্ছি আমি যোগ্য। আমি যোগ্য, সেরাটা পাওয়ার জন্য উপযুক্ত। এটি আমার ব্যক্তিগত নীতি যা আমি প্রতিদিন সকালে অভিনয়ের আগে নিজেকে বলি।’ 

[242165]

‘নট আউট’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু আশনা হাবিব ভাবনা। এটাই ছিল তার প্রথম টিভি নাটক। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের একাধিক নাটক উপহার দিয়েছেন।

‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ভাবনা। এরপর ‘লাল মোরগের ঝুঁটি’, ‘যাপিত জীবন’ (নির্মাণাধীন), ‘দামপাড়া’ (মুক্তির অপেক্ষায়), ‘পায়েল’ (নির্মাণাধীন) ছবিতে অভিনয় করেন।

এমটিআই

AddThis Website Tools