ঢাকা : এক যুগেরও বেশি সময় ধরে সমানতালে ধরে রেখেছেন তারকাখ্যাতি। ঢাকার সিনেমাপাড়ায় তাকে বলা হয় ‘ঢালিউড কুইন’। তিনি অপু বিশ্বাস, বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা। সম্প্রতি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই তারকা। এই খবর প্রায় সবারই জানা।
বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ নামে ছবিটি নির্মাণ করছেন দেবাশীষ বিশ্বাস। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো জুটি হলেন বাপ্পি চৌধুরী ও অপু বিশাস। এরই মধ্যে সিনেমার শুটিং শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন নায়ক বাপ্পি চৌধুরী।
চলতি সপ্তাহেই শুটিংয়ে অংশ নেবেন অপু বিশ্বাস। আগামী ২২ মে থেকে অপুর শুটিংয়ে ফেরার কথা রয়েছে বলে জানান নির্মাতা দেবাশীষ বিশ্বাস।
এই ছবিতে অভিনয়ের জন্য নিজের শারীরিক ফিটনেস তৈরি করতে সময় নিয়েছেন নায়িকা। ছবিটিতে অভিনয়ের জন্য নিজেকে এখন পুরোপুরি ফিট মনে করছেন তিনি।
অপু বিশ্বাস বলেন, ‘এরই মধ্যে আমি আমার শারীরিক ফিটনেস ৮০ ভাগ নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। এক মাসের মধ্যে বাকি ২০ ভাগ কভার করতে পারব। এখন থেকে নিয়মিত সিনেমায় কাজ করতে চাই। তবে খুব বেশি সিনেমায় কাজ করব না। বেছে বেছে ভালো সিনেমায় কাজ করব।’
সোনালীনিউজ/এমটিআই