বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কা, পড়বে ঘন কুয়াশা  

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ০৬:১৬ পিএম

ঢাকা: চলতি মাসে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া চলতি মাসে শৈত্যপ্রবাহের কোনো আভাস না থাকলেও পড়বে ঘন কুয়াশা।

রোববার (৩ নভেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সাধারণত লঘুচাপ সৃষ্টির পর সেটি আরও ঘনিভূত হয়ে নিম্নচাপের সৃষ্টি হয় এবং আরও শক্তি ধারণ করে ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে উপকূলের দিকে ধেয়ে আসে। এবার যদি বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তবে এর নাম হবে ‘ফেইনজাল’। এই নামটি দিয়েছে সৌদি আরব। সর্বশেষ ঘূর্ণিঝড় ‘দানা’ পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানে। 

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ড. মো. ছাদেকুল আলম জানিয়েছেন, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ১-৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১টি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে রূপ নিতে হতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১-২ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকতে পারে।

এদিকে নভেম্বরে সারা দেশে ভোর রাত থেকে সকাল পর্যন্ত হালকা/মাঝারি ধরনের কুয়াশা এবং নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি/ঘন কুয়াশা পড়তে পারে। দেশের প্রধান নদ-নদীসমূহের স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫০ থেকে ৪ দশমিক ৫০ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল সাড়ে ছয় থেকে সাড়ে আট ঘণ্টা।

আইএ