রাজধানীতে ঘন কুয়াশা, আসছে তীব্র শৈত্যপ্রবাহ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ০১:৩৩ পিএম

ঢাকা : রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ সকাল থেকেই কুয়াশার দাপট। সেই সঙ্গে কমেছে তাপমাত্রা। আর তাতে বেড়েছে শীত। গত কয়েক দিনের তুলনায় ঢাকাবাসী শীত অনুভব করছেন বেশি। তাপমাত্রাও বলছে সে কথা। সকাল সাড়ে ১০টায়ও এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজেধানীতে সূর্যের দেখা মেলেনি।

এর আগে, নতুন বছরের প্রথম দিনে বুধবার (১ জানুয়ারি) রাজধানীতে সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে এদিনও রাজধানীতে দাপটে ভূমিকায় ছিল কুয়াশা। সঙ্গে ক্ষণে ক্ষণে বয়ে যাওয়া হিমেল হাওয়া বাড়িয়েছে শীতের অনুভূতি।

এদিকে, জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তিন থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে বাড়বে শীত এবং তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

[240910]

জানুয়ারি মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র এবং দেশের অন্যান্য এলাকায় দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকার কারণে এ সময়ে শীতের অনুভূতি বাড়তে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে এ মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে দুয়েকটি মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া, দেশের অন্যান্য অঞ্চলে দু-তিনটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি) থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

[240841]

এ নিয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলছেন, ‘এটা বাংলাদেশের শীতলতম মাস। এ সময় তাপমাত্রা অনেক কমে যায়। এ বছরও জানুয়ারিতে তাপমাত্রা কম থাকবে। হয়তো ২-৩টা মৃদু থেকে মাঝারি ও ১-২টা তীব্র শৈত্যপ্রবাহ চলে আসতে পারে। সেক্ষেত্রে দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা ৪-৫ ডিগ্রিতেও নেমে যেতে পারে।’  

তিনি আরও বলেন, ‘উপরের দিকের ঠাণ্ডা বাতাস যখন নিচের দিকে নেমে আসে, তখন শীত বেশি অনুভূত হয়। এর বাইরে এবার কুয়াশাটা একটু বেশি। এই অবস্থা আগামী কয়েকদিন থাকতে পারে। এমন হলে, দেশের বিভিন্ন এলাকায় শীত পড়বে বেশি।’

এমটিআই