আজ শুভ ভাইফোঁটা

  • ফিচার ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ১১:১২ এএম

ঢাকা: ভাইয়ের দীর্ঘায়ু কামনা এবং ভাইবোনের ভালবাসার সম্পর্ক দৃঢ় করার উৎসব হল ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া।

ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা’ উচ্চারণে বোনেরা ভাইয়ের কপালে মঙ্গলটিকা বা ফোঁটা দেন। এর পর ভাইকে মিষ্টিমুখ করানো এবং প্রীতি উপহার বিনিময় করা হল এই উৎসবের রীতি। ভ্রাতৃদ্বিতীয়া ভাইবোনের সম্পর্ক দৃঢ় করার উৎসব।

আজ ভাইফোঁটা। হিন্দু ধর্মের মানুষদের কাছে এই দিনটি গুরুত্বপূর্ণ। ভাইবোনের সম্পর্ক হল সবচেয়ে মধুর। এই সম্পর্কে ভালবাসার সঙ্গে মিশে থাকে খুনসুটি। ভাইবোনের এই মধুর সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে এই ভাইফোঁটা। ভাইফোঁটায় বোনেরা ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে ভাইয়ের মঙ্গলকামনা করেন। ভাইয়েরা বোনেদের সকল বিপদ থেকে রক্ষা করার অঙ্গিকার করেন। এই দিন ভাইয়েরা তাঁর আদরের বোনেদের হাতে উপহার তুলে দেন।

হিন্দুশাস্ত্র মতে নরকাসুরকে বধ করে ফেরার পর শ্রীকৃষ্ণ তাঁর বোন সুভদ্রার কাছে ফোঁটা নেন এই দ্বিতীয়া তিথিতে। শ্রীকৃষ্ণের কপালে জয়টিকা পরিয়ে মিষ্টি খেতে দিয়েছিলেন সুভদ্রা। সেই থেকেই সম্ভবত ভাইফোঁটার প্রচলন। ভাইয়ের কপালে মঙ্গলফোঁটা দানের পর আশীর্বাদ, শুভেচ্ছা এবং উপহার বিনিময় দ্বারা এই উৎসবে ভাইবোনের সম্পর্কের মধুরতা পায়।

ইউআর