ঢাকা : সামাজিক যোগাযোগমাধ্যমে ২৬ সেপ্টেম্বর নিয়ে গুঞ্জনের ঝড় উঠেছে। নেটিজেনরা নানা ধরনের তথ্য-অপতথ্য ছড়াচ্ছেন। কেউ কেউ আবার জানতে চাচ্ছেন কী হবে ২৬ তারিখে। ফেসবুকে ‘২৬’ লিখে মঙ্গলবার পৌনে ১২টা পর্যন্ত পোস্ট করা হয়েছে প্রায় ৬ লাখ বার। কিন্তু এই আলোচনার পেছনে প্রকৃত কারণ কী? চলুন বিশ্লেষণ করে দেখি।
হামস্টার কমব্যাট গেম এবং ক্রিপ্টোকারেন্সি : এই গুঞ্জনের মূলে রয়েছে একটি টেলিগ্রামভিত্তিক গেম, হামস্টার কমব্যাট। এই গেমে বিভিন্ন টাস্ক সম্পন্ন করে গেমের কয়েন অর্জন করা যায়। অনেকের দাবি, গেমের নির্মাতারা ২৬ সেপ্টেম্বর এই কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করার সুযোগ দেবেন। ফলে গেমাররা রাতারাতি কোটিপতি হয়ে উঠতে পারেন।
সত্যতা যাচাই : তবে এই দাবির কোনো সঠিক তথ্যসূত্র নেই। গেমের নির্মাতারা এমন কোনো ঘোষণা দেননি। অনেক বিশেষজ্ঞ মনে করেন, এটি একটি গুজব মাত্র।
[232149]
কেন এত আলোচনা?
সামাজিক যোগাযোগমাধ্যম: ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে এই গুজব দ্রুত ছড়িয়ে পড়েছে।
অর্থ উপার্জনের আশা: অনেকেই সহজে অর্থ উপার্জনের আশায় এই গুজবে বিশ্বাস করেছেন।
আতঙ্ক ও কৌতূহল: অনেকে আবার এই গুজবের কারণে আতঙ্কিত হয়েছেন, আবার কেউ কেউ কৌতূহলবশত এটি নিয়ে আলোচনা করছেন।
বিশেষজ্ঞদের মতামত: বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের গুজবের পেছনে সাধারণত অর্থ উপার্জনের মোটিভ থাকে। অনেকেই এই ধরনের গুজব ছড়িয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে এবং তাদের কাছ থেকে অর্থ আদায় করার চেষ্টা করে। ২৬ সেপ্টেম্বর নিয়ে যেসব গুজব ছড়ানো হচ্ছে, তার কোনো সত্যতা নেই। এই ধরনের গুজবে বিশ্বাস না করে সতর্ক থাকা জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা উচিত।
এমটিআই