ঢাকা: দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে আসন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এমবিবিএস কোর্সে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে ২৮২টি আসন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-০১ অধিশাখার উপ-সচিব বদরুন নাহার স্বাক্ষরিত এক স্মারকে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সুনামগঞ্জে নতুন স্থাপিত বঙ্গবন্ধু মেডিকেল কলেজ এবং অন্য ১৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির ক্ষেত্রে আসন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রসঙ্গত, বর্তমানে দেশের ১৮টি সরকারি মেডিকেল কলেজে ২ হাজার ৯৩০টি আসন রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আসন বেড়ে ৩ হাজার ২১২টি করা হচ্ছে।
সোনালীনিউজ/এমএইচ