পিল-কনডমের বিকল্প এলো ‘জেল’

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২১, ০৭:৩৯ পিএম

ঢাকা : প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে এমন একটি পণ্য এলো, যা শুনলে মানুষের চোখ কপালে উঠবে। জীবনে তো অনেক কিছুই শুনলাম ও জানলাম, কিন্তু এটি এমন এক পণ্য, যা আমাদের কল্পনারও বাইরে ছিল। আর সেটি হলো, নারীদের জন্য গর্ভপ্রতিরোধক ‘জেল’। যেটাকে আমরা জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির আধুনিক উদ্ভাবন বলেই ধরে নিতে পারি।

এটি সরবরাহ করছে নাভানা ফার্মা। মেয়েরা এই বিশেষ জেল ব্যবহার করলে ছেলেদের কনডম ব্যবহার করতে হবে না। মেয়েদেরও কোনো পিল খেতে হবে না।

এই জেলের মার্কেট সম্প্রসারণের জন্য বিজ্ঞাপনে কাজ করছেন অভিনেত্রী প্রিয়মনি। সম্প্রতি নাভানা ফার্মার ‘ফিল ফ্রী জেল’র বিজ্ঞাপনচিত্রে মডেল হন তিনি।

গত বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিজ্ঞাপনটি অনলাইনে প্রকাশ করা হয়। জন্মনিয়ন্ত্রণ জেলের এ বিজ্ঞাপনে হালকা গোলাপি রঙের শাড়িতে লাজুক প্রিয়মনিকে দেখা গেছে।

সোনালীনিউজ/এমটিআই