মশার বংশ বিস্তার রোধে অভিযান, সোয়া লাখ টাকা জরিমানা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৮, ২০২৩, ০৯:৫০ পিএম

চট্টগ্রাম: ক্রমে বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা। তাই এডিস মশার বংশ বিস্তার রোধে অভিযান চালিয়ে ৮ জনকে ১ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

মঙ্গলবার (১৮ জুলাই) চসিকের শিক্ষা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা এ অভিযান পরিচালনা করেন।  

অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাসেম। নগরের আমিরবাগ আবাসিক এলাকা ও বাদশা মিঞা চৌধুরী সড়কে ড্রোন দিয়ে বিভিন্ন বাসা বাড়ির ছাদ বাগান ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। এই সময় ভবনের নিচে ও ছাদে ফুলের টবে জমাটবদ্ধ পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় ৮ বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা রুজুসহ ১ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৭ জুলাই) নগরের কৈবাল্যধাম ও ফিরজশাহ এলাকায় অভিযান পরিচালনা করেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।  

অভিযানে নির্মাণাধীন ভবনের নিচে, ফুলের টব, ড্রাম ও ছাদে জমে থাকা পানিতে মশার লার্ভা পাওয়ায় ৮ ভবন মালিককে ৮০ টাকা জরিমানা করা হয়।

সোনালীনিউজ/আইএ