ঢাকা : দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৬১।
মঙ্গলবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ৫৮৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ হাজার ১৩১ জন ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে ডেঙ্গু নিয়ে ভর্তি আছেন ১ হাজার ৪৫৩ জন।
[204189]
ঢাকার স্কয়ার হাসপাতাল, কমফোর্ট নার্সিং (ধানমন্ডি), সেন্ট্রাল হাসপাতাল, মনোয়ারা হসপিটাল প্রাইভেট লিমিটেড, ঢাকা হেলথ কেয়ার হাসপাতাল, আদ্-দ্বীন ব্যারিস্টার রফিক–উল–হক হাসপাতাল (পোস্তগোলা, ঢাকা), মিরপুরের আলোক হাসপাতাল, মিরপুরের ইসলামী ব্যাংক হাসপাতাল ও মার্কস মেডিকেল কলেজ হাসপাতাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর তথ্য না দেওয়ায় প্রতিবেদনে যুক্ত করা যায়নি বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সারা দেশে চলতি বছর মোট ৫৪ হাজার ৪১৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩০ হাজার ৩৩১ জন ও ঢাকার বাইরে ২৪ হাজার ৮৫ জন।
দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা যান গত বছর, ২৮১ জন। এর আগে ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। এ ছাড়া ২০২০ সালে ৭ জন ও ২০২১ সালে মারা যান ১০৫ জন।
সোনালীনিউজ/এমটিআই