ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪১১

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৪, ০৭:৩৪ পিএম

ঢাকা: সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন ২৩৭ জন।

এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে ৪১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।এ নিয়ে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭ হাজার ৪৬১ জনে।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গেল বছর দেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন, যার মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে দুই লাখ ১১ হাজার ১৭১ জন।

গত বছর এক হাজার ৭০৫ জন ডেঙ্গুতে মারা যান, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বাধিক মৃত্যু।

আইএ