ঢাকা : চীনে আতঙ্ক ছড়ানো হিউম্যান মেটানিউমোভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত হয়ে দেশে প্রথম সানজিদা আক্তার (৩০) নামের এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এখন পর্যন্ত দেশে এই ভাইরাসে আক্রান্ত প্রথম কোনো মৃত্যুর তথ্য পাওয়া গেল।
সানজিদা কিশোরগঞ্জ জেলার ভৈরবের বাসিন্দা ছিলেন। তবে তিনি কখনো বিদেশ ভ্রমণ করেননি।
[241870]
নাম প্রকাশ না করার শর্তে ওই হাসপাতালের এক কর্মকর্তা বলেন, ‘এইচএমপিভি আক্রান্ত রোগীর অন্য রোগ ছিল। তিনি এইচএমপিভি থেকে সুস্থ হয়ে গেলেও অন্য রোগে তার মৃত্যু হয়। তিনি খুব মোটা ছিলেন। তার কিডনিসহ অন্য জটিলতা ছিল।’
জানা গেছে, গত রবিবার দেশে নতুন করে এইচএমপিভি শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্তের পর এই নারীকে সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন।
তবে অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এইচএমপিভির পাশাপাশি তিনি আর একটি নিউমোনিয়াজনিত ব্যাকটেরিয়াতে আক্রান্ত ছিলেন এবং অন্য রোগের কারণে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
[241864]
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এইচএমপিভি মূলত একটি শ্বাসযন্ত্রের ভাইরাস, যা প্রধানত ফুসফুস ও শ্বাসনালী প্রভাবিত করে। বিশ্বে ভাইরাসটি ২০০১ সালে প্রথম শনাক্ত হয়। বাংলাদেশে ২০১৭ সাল থেকেই ভাইরাসটি পাওয়া যাচ্ছে।
সম্প্রতি চীন ও পার্শ্ববর্তী দেশ ভারতে বেশ কয়েকজন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।
এমটিআই