অবরুদ্ধ ডা. অনিন্দিতাকে সেনা প্রটোকলে পাঠানো হলো বাসায়

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৫:২৭ পিএম

ঢাকা: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (আগের বিএসএমএমইউ) সহযোগী অধ্যাপক ডা. অনিন্দিতা দত্তকে ক্যাম্পাসে অবরুদ্ধ করার দীর্ঘ ৬ ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে বাসায় পাঠানো হয়েছে।

ডা. অনিন্দিতা দত্ত সাবেক এমপি, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও শেখ হাসিনার স্বাস্থ্য বিষয়য়ক উপদেষ্টা অধ্যাপক প্রাণ গোপাল দত্তের মেয়ে। তিনি বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক।

খোঁজ নিয়ে জানা যায়, একদল লোক রোববার (১৬ মার্চ) সকাল থেকে অনিন্দিতা দত্তকে বাংলাদেশ মেডিকেলের এফ ব্লকে ক্যানসার ভবনে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন।

জানা গেছে, কুমিল্লায় ছাত্রজনতার আন্দোলন দমাতে অনিন্দিতা দত্ত অগ্রণী ভূমিকা রেখেছিলেন। এমনকি তার বিরুদ্ধে একটি মামলাও রয়েছে।

শাহবাগ থানা ছাত্রদল নেতা রুবেল আহমদ বলেন, আমরা ভোর ৭টার দিকে তথ্য পেয়েছি যে, প্রাণ গোপালের মেয়ে অফিসে এসেছে। তার বিরুদ্ধে ৫ আগস্টের আগে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় মামলা আছে। মামলার বাদীর তথ্যের ভিত্তিতে আমরা এখানে এসেছি এবং তাকে আটক করেছি।

তিনি আরও বলেন, আমরা তাকে আটক করে রুমেই রেখেছি। শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি। তারা এসে বাকি যা ব্যবস্থা নেবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম বলেন, ঘটনাটি মূলত তাদের এলাকার রাজনৈতিক ব্যাপার। এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কেউ জড়িত নেই। যিনি ইস্যুটা তৈরি করেছেন তিনিও হিন্দু সম্প্রদায়ের। সেই লোক এলাকা থেকে দলবল এনে এবং এখানকার কিছু লোককে সম্পৃক্ত করে ডা. অনিন্দিতাকে অবরুদ্ধ করেন।

তিনি বলেন, কিছু লোক মিলে ধান্দা করার চেষ্টা করছে আর কি। যেটা এখন সবখানেই চলছে। আমরা খবর পেয়ে দ্রুত স্পটে যাই, প্রক্টরও সেখানে যান। সেগুনবাগিচা থেকে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেনের নেতৃত্বে একটি টিম আসে। শাহবাগ থানা থেকে সেকেন্ড অফিসার টিম নিয়ে আসেন। পরে সেনাবাহিনীর গাড়িবহরে করে তাকে (ডা. অনিন্দিতাকে) পাঠিয়ে দেওয়া হয়। তিনি বাসায় চলে গেছেন।

জানা গেছে, রোববার দুপুর আড়াইটার পর সেনাসদস্যরা ডা. অনিন্দিতাকে ধানমন্ডিতে তার বাসায় পৌঁছে দিয়েছেন।

আইএ