ঢাকা: ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের ব্যক্তিগত নিরাপত্তার বাড়িয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। এর ধারাবাহিকতায় ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটনের বাড়ি ও এর আশপাশের এলাকায় সাময়িকভাবে প্লেন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে ‘নো ফ্লাইং জোন’ ঘোষণা করেছে মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ইতিমধ্যে এই অস্থায়ী নিষেধাজ্ঞা কার্যকর করেছে। এছাড়া মোতায়ন করা হয়েছে অতিরিক্ত সিক্রেট সার্ভিস সদস্য।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের নিশ্চিত ফলাফল হাতে আসেনি। তবে চারটি অঙ্গরাজ্যে এগিয়ে রয়েছেন জো বাইডেন। সর্বশেষ গুরুত্বপূর্ণ পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে তিনি ট্রাম্পের চেয়ে এগিয়ে গেছেন। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। নির্বাচনের বিজয়ীর নাম শুনতে অপেক্ষার প্রহর গুনছে পুরো যুক্তরাষ্ট্র। তবে সর্বশেষ অবস্থা বিচারে বাইডেনের বিজয়ের পাল্লা ভারী। মার্কিন প্রশাসনও বিষয়টি ভালোভাবেই আঁচ করতে পারছে। তাই তো এরই মধ্যে ন্যাশনাল ডিফেন্স এয়ার স্পেস চিহ্নিত করে জো বাইডেনের বাড়ির এলাকায় ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করেছে।
গত বুধবার থেকে চালু করা এই ‘নো ফ্লাই জোন’ নির্দেশনা এক সপ্তাহের জন্য কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে। জো বাইডেনের বাড়ির কাছে চেইজ সেন্টার এলাকাকে ‘নো ফ্লাই জোন’ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
জো বাইডেন বিজয়ী হলে আনুষ্ঠানিকভাবে এই চেইজ সেন্টার থেকেই বিজয় ভাষণ দেবেন বলে ধারনা করা হচ্ছে।
সবাই এখন অপেক্ষায় যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের বিজয় ভাষণ শোনার। ঠিক কতক্ষণ আর এই অপেক্ষার প্রহর গুনতে হবে? এখন আর দিন নয়, বলা হচ্ছে কয়েক ঘণ্টার মধ্যেই সব কিছু জানা যাবে।
সোনালীনউজ/এমএইচ