ঢাকা : মিয়ানমারে অভ্যুত্থানকারী সামরিক নেতাদের ওপর নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
হোয়াইট হাউজ থেকে টেলিভিশনে দেয়া ভাষণে অভ্যুত্থানের নিন্দা করে দ্রুত বেসামরিক নেতৃত্বের হাতে ক্ষমতা ছেড়ে দেবার আহ্বানও জানান বাইডেন।
অভ্যুত্থানকারী সামরিক নেতা ও তাদের পরিবারের সদস্যদের ব্যবসার ওপর নিষেধাজ্ঞা জারির কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। আর যুক্তরাষ্ট্রের যেসব সম্পদ মিয়ানমার সরকারকে উপকৃত করে প্রথমধাপে সেগুলোতে নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে।
তবে স্বাস্থ্যসেবাসহ জনগণ সরাসরি উপকৃত হয় এমন সেবা অব্যাহত থাকবে বলে জানান বাইডেন।
এদিকে মিয়ানমারে অব্যাহত রয়েছে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ। প্রশানসনিক নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন উপায়ে সেনা শাসনের বিরুদ্ধে অবস্থান জানাচ্ছেন বার্মিজ জনগণ।
গেল ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে অপসারণ করে সেনাবাহিনী ক্ষমতা দখল করে দেশটিতে। অং সান সু চি ও তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির নেতাকর্মীদের আটক করে প্রভাবশালী সামরিক বাহিনী।
সোনালীনিউজ/এমটিআই