ঢাকা: প্রথমবারের মতো ভারতে একদিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ পেরিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ লাখ ৭৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত বছরের শুরুর দিকে ভারতে করোনার সংক্রমণ ঘটার পর প্রথমবারের মতো এমন ভয়াবহ মাইলফলক স্পর্শ করলো দেশটি।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, একইসময়ে মারা গেছেন এক হাজার ৩৮ জন মানুষ। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক লাখ ৭৩ হাজার ১২৩ জন। ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন এক কোটি ৪০ লাখেরও বেশি মানুষ।
টানা পঞ্চম দিনের মতো দেশটিতে ২৪ ঘন্টায় দেড় লাখের বেশি করোনা রোগী পাওয়া গেলো। সবচেয়ে ক্ষতিগ্রস্থ মহারাষ্ট্র রাজ্য এবং এর রাজধানী মুম্বাইয়ে রেস্তোঁরা বন্ধ রয়েছে এবং পাঁচজনের বেশি লোকের জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। রাজ্যটিতে নতুন রোগী পাওয়া গেছে ৫৮ হাজার ৯৫২ জন এবং নতুন করে মারা গেছেন ২৭৮ জন।
সোনালীনিউজ/এমএইচ