৯ মাস পর খুলল আইফেল টাওয়ার

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৭, ২০২১, ০১:৪৭ পিএম

ঢাকা : করোনা ভাইরাসের প্রকোপে ৯ মাস বন্ধ থাকার পর শুক্রবার (১৬ জুলাই) দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে ফ্রান্সের আইফেল টাওয়ার।

ফরাসি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়ে বলেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বের দর্শনীয় স্থাপনা আইফেল টাওয়ার কখনো এতদিন বন্ধ থাকেনি। এএফপি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম এত লম্বা সময় ধরে বন্ধ ছিল ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত জনপ্রিয় এই স্থাপনা।

আইফেল টাওয়ার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলেও সতর্কতা হিসেবে মেনে চলতে হবে সামাজিক দূরত্বের বিধি।

সেখানে দিনে দর্শনার্থীর সংখ্যা ১৩ হাজারে সীমিত রাখা হচ্ছে। স্বাভাবিক সময়ের চেয়ে এই সংখ্যা প্রায় অর্ধেক কম। গতবছরও ৩ মাস বন্ধ ছিল।

সোনালীনিউজ/এমটিআই