ঢাকা : আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তে অনুতপ্ত নন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বাইডেন এমন সময় এই মন্তব্য করলেন, যখন মার্কিন সৈন্য প্রত্যাহারের পর থেকে জঙ্গিগোষ্ঠি তালেবান প্রায় সম্পূর্ণ আফগানিস্তান দখলে নিতে যুদ্ধ করছে আফগান বাহিনীর সঙ্গে। প্রতিদিনই যুদ্ধ, হত্যা, শহর দখলে মেতে আছে তালেবানরা।
মার্কিন প্রেসিডেন্ট নিজেদের অবস্থান ধরে রাখতে আফগান নেতাদেরকে তালেবানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (১০ আগস্ট) হোয়াইট হাউসে সাংবাদিকদের বাইডেন বলেন, আফগানিস্তানের প্রতি যুক্তরাষ্ট্র যে প্রতিশ্রুতি দিয়েছিলো তা রক্ষা করছে। সেখানে বিমান সহায়তা, অর্থ সহায়তা এবং আফগান বাহিনীকে খাদ্য-রসদ সরবরাহ অব্যাহত রেখেছে।
তিনি বলছেন, নিজেদের অবস্থান ধরে রাখতে নিজেদেরকেই লড়াই করতে হবে।
জাতিসংঘের মতে, গত এক মাস তালেবান ও সরকারি বাহিনীর মধ্যকার লড়াইয়ে এক হাজারেরও বেশি বেসামরিক নাগরিত নিহত হয়েছে।
ইউনিসেফ সতর্ক করে দিয়ে বলছে, যে যুদ্ধ চলছে তাতে শিশুদের প্রতি অবিচার ও অত্যাচার ক্রমাগত বাড়ছে।
মার্কিন সৈন্য চলে যাওয়ার পর থেকে তালেবানরা আফগানিস্তানে যুদ্ধ শুরু করে এবং একের পর এক শহর ও প্রদেশ দখলে নিতে থাকে। মঙ্গলবার (১০ আগস্ট) সর্বশেষ দুটি প্রাদেশিক রাজধানী শহ তালেবানরা দেশটির ৩৪টি প্রাদেশিক রাজধানী নিজেদের করে নিয়েছে এবং আরো শহর দখলের দ্বারপ্রান্তে রয়েছে। সূত্র : বিবিসি
সোনালীনিউজ/এমটিআই