ঢাকা : নিউজিল্যান্ডে মাত্র এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় দেশব্যাপী লকডাউন জারি করা হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) দেশেটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ঘোষণায় এ কথা বলেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতেবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অকল্যান্ডের বৃহত্তম শহরে ৫৮ বছর বয়সী এক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, তিনি ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত।
সিদ্ধান্ত অনুযায়ী, অকল্যান্ডে সাতদিন লকডাউন জারি থাকবে। আর সারাদেশে লকডাউন তিনদিন থাকবে।
উল্লেখ্য, গত ছয় মাস ধরে নিউজিল্যান্ড করোনামুক্ত। ছয় মাসের মধ্যে প্রথমবারের মতো একজনের শরীরের এ ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হলো।
সোনালীনিউজ/এমটিআই