‘না খেয়ে থাকবে কয়েক লাখ মানুষ’

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৯, ২০২২, ০৭:০৯ পিএম

ঢাকা : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি সতর্কতা দিয়েছেন, যদি রাশিয়া ইউক্রেনের শস্য রপ্তানি না করতে দেয় তাহলে বিশ্বের কয়েক লাখ মানুষকে হয়ত না খেয়ে থাকতে হবে।

জেলেনস্কি বলেন, আমরা আমাদের গম, ভুট্টা, ভেজিটেবল তেল এবং অন্যন্য পণ্য রপ্তানি করতে পারছি না, যে গুলো বিশ্ববাজারকে স্থিতিশীল রাখতে ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, তার মানে হলো, দুর্ভাগ্যবশত, কয়েক ডজন দেশ খাদ্য সংকটে পড়বে, কয়েক লাখ মানুষ হয়ত না খেয়ে থাকবে যদি কৃষ্ণ সাগরে রাশিয়ার অবরোধ অব্যহত থাকে।

এদিকে ইউক্রেনের কৃষ্ণ সাগরের যেসব অঞ্চল রাশিয়া দখল করেছিল সেসব বন্দরগুলো সে সময় থেকে অবরুদ্ধ করে রেখেছে তারা।

এর ফলে ইউক্রেনের উৎপাদিত পণ্য আটকে আছে। বিশ্বের মোট গমের চাহিদার বড় একটি অংশ পূরণ করে ইউক্রেন। বন্দরে এখন সেগুলো আটকে থাকায় গম দিয়ে তৈর করা হয় এমন সকল পণ্যের দাম বেড়ে গেছে।

ফলে বন্দরগুলোর অবরোধ তুলে দেওয়ার জন্য রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করে যাচ্ছেন বিশ্বনেতারা।  সূত্র: সিএনএন

সোনালীনিউজ/এমটিআই