৬ ভাগ হচ্ছে ই-কমার্স জায়ান্ট আলিবাবা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩, ০১:৫১ পিএম

ঢাকা : ব্যবসার পরিধি বাড়াতে এবার ৬ ভাগে বিভক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, ২২ হাজার কোটি ডলারের প্রতিষ্ঠানটি এবার পৃথকভাবে তহবিল সংগ্রহ করবে এবং স্বতন্ত্রভাবে বাজারে শেয়ার ছাড়বে। দুই দশকেরও বেশি সময় আগে প্রতিষ্ঠিত ই-কমার্স জায়ান্টটির জন্য এটিই এযাবৎকালের সবচেয়ে বড় পরিবর্তন।

এদিকে আলিবাবার পক্ষ থেকে বিভক্তির ঘোষণার পরই যুক্তরাষ্ট্রে সংস্থাটির শেয়ারের বেড়েছে দর ৪ শতাংশের বেশি।

মঙ্গলবার (২৮ মার্চ) এক বছরেরও বেশি সময় পরে চীনে ফিরেছেন আলিবাবার অন্যতম সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মা , এর পরপরই এই বিভক্তিকরণের ঘোষণা এলো।

জানা গেছে, আলিবাবার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড্যানিয়েল ঝাং ক্লাউড ইন্টেলিজেন্স বিভাগের প্রধান হবেন। সাবেক ইন্টারন্যাশনাল রিটেইল চিফ জিয়াং ফ্যান হবে ডিজিটাল ব্যবসায়িক ইউনিটের প্রধান এবং তাওবাও টমল অনলাইন শপিং বিভাগের দায়িত্ব নেবেন জ্যেষ্ঠ নির্বাহী ট্রুডি দাই।

আলিবাবার অন্য বিভাগগুলোর মধ্যে রয়েছে খাবার বিতরণ, কাইনিয়াও লজিস্টিক গ্রুপ এবং ডিজিটাল মিডিয়া ও বিনোদন।

সোনালীনিউজ/এমটিআই