হংকংকে পেছনে ফেলে ব্যয়বহুল শহরের শীর্ষে নিউইয়র্ক

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৭, ২০২৩, ০৩:৪৬ পিএম

ঢাকা : বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসাবে হংকং কে পেছনে ফেলে চলতি বছর এক নম্বরে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি। গত বছর এই তালিকার শীর্ষে ছিল চীনের বিশেষ স্বায়ত্বশাসিত অঞ্চল হংকং।

বিশ্বের কোন কোন শহরে থাকা ও খাওয়ার জন্য প্রবাসীদের সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় সেই তালিকা প্রকাশ করে থাকে ইসিএ ইন্টারন্যাশনাল কস্ট অব লিভিং। মূল্যস্ফীতি এবং বাড়ি ভাড়া বৃদ্ধি নিউইয়র্ক সিটির ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে ওঠার মূল কারণ বলছে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া বাড়ি ভাড়া আকাশচুম্বী হওয়ায় গত বছরের ১৩তম স্থান থেকে তালিকার শীর্ষ পাঁচে চলে এসেছে সিঙ্গাপুর। তবে গত বছরের মতো এ বছরেও তালিকায় যথাক্রমে তৃতীয় ও চতুর্থস্থানে রয়েছে সুইজারল্যান্ডের জেনেভা এবং যুক্তরাজ্যের লন্ডন।

ইসিএ ইন্টারন্যাশনালের এশিয়ার আঞ্চলিক পরিচালক লি কোয়ান বলেন, দক্ষিণ-পূর্ব এশীয় আর্থিক কেন্দ্রের উত্থান মূলত আবাসন খরচ বৃদ্ধির কারণে হয়েছে। কোভিড-১৯ বিধিনিষেধের পর বাসা ভাড়া নেবার চাহিদা বেড়েছে।

বিশ্বের যেসব শহরে প্রবাসীদের বসবাস বেশি, সেসব শহরের নিত্য প্রয়োজনীয় পণ্য-সেবা, বাড়ি ভাড়ার বিষয়টি বিশ্লেষণ করে ১২০টি দেশের ২০৭টি শহরের তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।

সবচেয়ে ব্যয়বহুল ২০ শহরের তালিকা

১. নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র

২. হংকং, চীন

৩. জেনেভা, সুইজারল্যান্ড

৪. লন্ডন, যুক্তরাজ্য

৫. সিঙ্গাপুর

৬. জুরিখ, সুইজারল্যান্ড

৭. সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র

৮. তেল আবিব, ইসরায়েল

৯. সিউল, দক্ষিণ কোরিয়া

১০. টোকিও, জাপান

১১. বার্ন, সুইজারল্যান্ড

১২. দুবাই, সংযুক্ত আরব আমিরাত

১৩. সাংহাই, চীন

১৪. গুয়াংজু, চীন

১৫. লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র

১৬. শেনজেন, চীন

১৭. বেইজিং, চীন

১৮. কোপেনহেগেন, ডেনমার্ক

১৯. আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত

২০. শিকাগো, যুক্তরাষ্ট্র

সোনালীনিউজ/এমটিআই