বজ্রপাত থেকে ভয়াবহ দাবানল, কাজাখস্তানে নিহত ১৪

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১১, ২০২৩, ১২:৪৫ পিএম

ঢাকা : মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে করে ১৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। বজ্রপাতের মাধ্যমে বিশাল এই দাবানল শুরু হয় বলে জানিয়েছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ।

সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে দাবানলে এটিই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। রোববার (১১ জুন) এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কাজাখস্তানের জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয় বলেছে, ৩১৬ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং মানুষের বাড়িঘরও নিরাপদ রয়েছে। তবে, বেশি তাপমাত্রা এবং বাতাসের দিক পরিবর্তনের কারণে উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

এক বিবৃতিতে মোট ১৪টি মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এর আগে মন্ত্রণালয়টি জানিয়েছিল, দাবানলের কারণে আটকে পড়া ফরেস্ট রেঞ্জার্সদের খোঁজে সন্ধান চলছে। এছাড়া আগুনে ৬০ হাজার হেক্টর (১ লাখ ৪৮ হাজার একর) জমি পুড়ে গেছে বলেও জানানো হয়।

সোনালীনিউজ/এমটিআই