ঢাকা : ভারী বৃষ্টি ও প্রবল বন্যার জেরে বৃহস্পতিবার থেকে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর-পূর্ব ভারতের রাজ্য সিকিমে। ভারী বৃষ্টির জেরে বিভিন্ন রাস্তায় ধসের কারণে প্রায় দুই হাজারের বেশি পর্যটক আটকে পড়েছেন উত্তর সিকিমে।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
সিকিমের প্রশাসন জানিয়েছেন, বর্তমানে রাস্তায় ধসের কারণে উত্তর সিকিমের মনগন থেকে চুনথান পর্যন্ত যান চলাচল বিঘ্নিত হয়েছে। এর ফলে দেশি-বিদেশি পর্যটকরা আটকে রয়েছে রাস্তাতেই।
[201321]
এনডিটিভি জানায়, উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় ৩৪৫টি গাড়ি এবং ১১টি মোটরবাইক আটকা পড়েছে। এ ছাড়া লাচেন এবং লাচুং এলাকায় আটকা পড়েছেন প্রায় ১৯৭৫ জন ভারতীয় পর্যটক এবং ৩৬ জন বিদেশি পর্যটক। বিদেশি পর্যটকদের মধ্যে ২৩ জন বাংলাদেশি, ১০ জন আমেরিকান এবং ৩ জন সিঙ্গাপুরের নাগরিক বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সাধারণত গ্রীষ্মকালে গরমের তাপ এড়াতে পর্যটকদের কাছে অন্যতম প্রিয় জায়গা সিকিম। তাই স্বাভাবিকভাবেই বাঙ্গালিসহ বিদেশি পর্যটকরা ভিড় করছিলেন সেখানে।
[201330]
বৃষ্টি থামলেই রাস্তা মেরামতের কাজ শুরু হবে এবং পর্যটকদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে প্রশাসনের কর্মকর্তারা।
সোনালীনিউজ/এমটিআই