ঢাকা : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বেইজিং সফরের পর ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘আমরা সঠিক পথে রয়েছি।’ সফরকালে ব্লিঙ্কেন চীনের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। খবর এএফপির।
স্থানীয় সময় সোমবার (১৯ জুন) ক্যালিফোর্নিয়ায় জলবায়ু ও পরিবেশবিষয়ক এক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
[201610]
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর প্রসঙ্গে বাইডেন বলেন, ‘বেইজিং সফরকালে ব্লিঙ্কেন একটি জটিল দায়িত্ব পালন করেছেন। আমরা এক্ষেত্রে সঠিক পথে আছি।’
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার বলেন, তিনি বেইজিংয়ে ব্লিঙ্কেনের সঙ্গে সাক্ষাতের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের অগ্রগতি দেখেছেন।
[201598]
এর আগে ব্লিঙ্কেনকে বেইজিংয়ের সুবিশাল গ্রেট হল অফ দ্য পিপলে স্বাগত জানান শি। তিনি বলেন, ‘দুটি শক্তিধর দেশ অনির্ধারিত কিছু বিষয়ে অগ্রগতি করেছে এবং চুক্তিতে পৌঁছেছে।’
‘আশা করি ব্লিঙ্কেন এই সফরের মাধ্যমে চীন-মার্কিন সম্পর্কে স্থিতিশীলতা আনার জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন’, বলেন শি জিনপিং।
[201547]
২০১৮ সালের পর কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এটি ছিল প্রথম চীন সফর।
সোনালীনিউজ/এমটিআই