চীনের শিনজিং কয়লা খনি ধ্বসে ৫৩ জন নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২২, ২০২৩, ০২:১১ পিএম

ঢাকা : চীনের উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়ার শিনজিং কয়লা খনিতে গত ফেব্রুয়ারিতে আংশিক ধসে পড়ার ঘটনায় দেশটির ৫৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সরকার। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।

সেসময় ১৪ জন শ্রমিক নিহত ও ২০ জনেরও বেশি আহত হয়েছিলেন। দূর্ঘটনাটি ফেব্রুয়ারির ২২ তারিখে ঘটেছিল। আর এর চার মাস পর অবশেষে এর সত্যতা নিশ্চিত করল সরকার।

১৯৪৯ সাল হতে চীনের এই কয়লা খনিতে উত্তোলনের কাজ চলে আসছে। তবে এটি এ যাবতকালের সবচেয়ে বড় দূর্ঘটনা বলে জানানো হয়েছে।

[201757]

জানা যায়, ঘটনার দিন খনিটির বড় এক অংশ ধসে পড়লে এর নীচে আটকা পড়ে যায় কর্মরত শ্রমিকেরা। সেসময় প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধারের ঘোষণা দিলেও দ্বিতীয়বার ধসের ঘটনায় উদ্ধার কাজ জটিল হয়ে পড়ে। ফলে অভিযানে নেমে আসে ধীরতা। প্রাথমিকভাবে ১২ জনকে উদ্ধার করেছিলেন কর্মীরা। তার মধ্যে ৬ জন নিহত ছিলেন।  

এসময় নিখোঁজ ৪৭ জনকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।

[201745]

ইনার মঙ্গোলিয়ার জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানায়, এ পর্যন্ত চলতি বছরে এমন ১০৬ টি ভূমি ধসের ঘটনা ঘটেছে।

রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি বুধবার জানায়, সেখানে অনুসন্ধান ও উদ্ধার কাজ শেষ হয়েছে।

উল্লেখ্য, আলক্সা গিল কম জনবহুল এলাকার অর্থনীতি মূলত খনি শিল্পের উপর নির্ভরশীল। সূত্র: টিভিপি ওয়ার্ল্ড   

সোনালীনিউজ/এমটিআই