যুদ্ধের ৫০০ তম দিন

তুরস্ক থেকে ইউক্রেনের সাবেক পাঁচ কমান্ডারকে নিয়ে এলেন জেলেনস্কি

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৯, ২০২৩, ০৩:৩৫ পিএম

ঢাকা : যুদ্ধের ৫০০ তম দিনে ইউক্রেনের সাবেক পাঁচ কমান্ডারকে তুরস্ক থেকে দেশে নিয়ে এসেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার (৮ জুলাই) ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ৫০০তম দিন। ঠিক এদিনই জেলেনস্কি তুরস্ক থেকে ইউক্রেনের সাবেক পাঁচ কমান্ডারকে নিয়ে দেশে ফেরেন। খবর এনডিটিভির।

ইউক্রেনের মারিউপোল সেনাশিবিরে (গ্যারিসন) কর্মরত ছিলেন সাবেক এ কমান্ডাররা। আত্মসমর্পণের পর বন্দি হিসেবে তাদের তুরস্কে পাঠানো হয়েছিল।

ইউক্রেনের সাবেক পাঁচ কমান্ডারকে দেশে ফিরিয়ে আনার ঘটনাটিকে কিয়েভের জন্য একটি বড় ধরনের প্রতীকী অর্জন হিসেবে দেখা হচ্ছে।

ইউক্রেনের সাবেক পাঁচ কমান্ডারের মুক্তির তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনা গত বছর হওয়া বন্দীবিনিময় চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

[202709]

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বন্দীবিনিময় চুক্তির আওতায় এসব ব্যক্তিকে তুরস্কে রাখার প্রতিশ্রুতি দিয়েছিল আঙ্কারা।

ইউক্রেনের সাবেক পাঁচ কমান্ডারকে মুক্তি দেওয়ার বিষয়টি মস্কোকে জানানো হয়নি বলেও অভিযোগ করেছে রাশিয়া।

যুদ্ধের ৫০০তম দিনে জেলেনস্কি স্নেক আইল্যান্ড সফর করেছেন। কৃষ্ণসাগরের এই অঞ্চল রাশিয়ার বাহিনী দখল করে নিয়েছিল।

এর আগে শুক্রবার ইস্তানবুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন জেলেনস্কি। পরে তিনি বলেন, ‘আমরা তুরস্ক থেকে দেশে ফিরছি। আমাদের নায়কদের দেশে নিয়ে আসছি।’
 
সোনালীনিউজ/এমটিআই