ঢাকা: কলম্বিয়ার রাজধানী বগোতায় আঘাত হেনেছে শক্তিশালী এক ভূমিকম্প। এ ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। নগরীর আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন।
ইউ. এস. জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, বৃহস্পতিবারের এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। আর কলম্বিয়ার ন্যাশনাল জিওলজিক্যাল সার্ভিস ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ১ বলে উল্লেখ করেছে।
এই ভূমিকম্পে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাৎক্ষণিকভাবে কোনো খবর হয়নি। বগোতার ব্যস্ত এলাকা পার্ক ৯৩ এ কাজ করা আদ্রিয়ান অ্যালারকন (৪৩) বলেন, “এটি শক্তিশালী ভূমিকম্প ছিল। অনেকক্ষণ স্থায়ী ছিল। এটা আমাকে অসহায় করে তুলেছিল।
“এক সেকেন্ডের মধ্যেই জীবন পাল্টে যায়। জীবন বাঁচাতে দৌঁড় দেওয়া ছাড়া আপনি আর কিছু করতে পারবেন না।”
[205134]
নগরীর মেয়র ক্লাউদিয়া লোপেজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এ জানিয়েছেন, ভূমিকম্প চলার সময় রাজধানীর দক্ষিণপূর্ব অংশে এক নারী তার জানালা দিয়ে লাফিয়ে পড়ে মারা গেছেন।
“এই নারী একটি আবাসিক ভবনের ১০ তলার বাসিন্দা। তিনি তার জানালা দিয়ে লাফিয়ে পড়েছিলেন, সম্ভবত আতঙ্কে,” বলেছেন লোপেজ।
ভূমিকম্পে কলম্বিয়ার কংগ্রেসের প্রতিনিধি পরিষদের চেম্বার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় চেম্বার কক্ষের সিলিংয়ের কারুকাজ খসে নিচে ডেস্কের ওপর পড়ে। এক্স এ পোস্ট করা এক বার্তায় প্রতিনিধি পরিষদ জানিয়েছে, এ ঘটনায় কেউ আঘাত পায়নি।
এআর