ঢাকা : বাংলাদেশ থেকে কয়েক ট্রাক ইলিশ গেছে ভারতে। কিন্তু ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হচ্ছে সেখানকার বাজারে পাওয়া যাচ্ছে না পদ্মার ইলিশ। ব্যাগ নিয়ে বাজারে গিয়ে হতাশ হয়ে ফিরতে হচ্ছে ক্রেতাদের।
খবরে বলা হয়েছে, বাজারে ইলিশ পাওয়া যাচ্ছে, কিন্তু সেগুলো বাংলাদেশের ইলিশ নয়। এগুলো মূলত ডায়মন্ড হারবার, বকখালি, কোলাঘাটে ও দিঘার। সাইজেও বেশ ছোট। বাংলাদেশের ইলিশের দেখা না পেয়ে হতাশ হয়ে ফিরছেন ক্রেতারা।
এখন প্রশ্ন উঠছে কোথায় গেল বাংলাদেশের ইলিশ! কলকাতা ও হাওড়ার কোনো কোনো বড় মাছ ব্যবসায়ী বাংলাদেশের ইলিশ তুললেও তার দাম শুনে চোখ কপালে উঠছে ক্রেতাদের। দাম পড়ছে দুই থেকে আড়াই হাজার টাকা।
[207950]
হাওড়ার পাইকারি বাজারে বাংলাদেশের ইলিশ ঢুকছে। কিন্তু তা আর খুচরা বাজারে পৌঁছাচ্ছে না। মৎস্য ব্যবসায়ীরা বলছেন, পাইকারি ব্যবসায়ী এবং আড়ৎদারের হাত ঘুরে মাছ চলে যাচ্ছে হিমাগারে। যা জামাইষষ্ঠী ও অন্যান্য পার্বণের সময় পাওয়া যাবে। কিছু মাছ মজুদ রাখা হচ্ছে বড় হোটেল ও রেস্তোঁরার জন্য। এসব কারণে বাজারে আসছে না বাংলাদেশের ইলিশ।
গড়িয়াহাটের এক মাছ ব্যবসায়ী বলেন, ‘আমাদের কেজি প্রতি মাছে দাম পড়ে যাচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকা। সেই মাছ বাজারে বিক্রি হচ্ছে ২০০০ হাজার টাকায়।’
এমটিআই