ঢাকা : উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর উত্তরাঞ্চলীয় শহরে একটি গির্জার ছাদ ধসে কমপক্ষে ৯ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে আরও ৩০ জন আটকা পড়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ ও বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (১ অক্টোবর) দেশটির তামাউলিপাস প্রদেশের একটি গির্জায় এই ঘটনা ঘটে।
উপকূলীয় প্রদেশ তামাউলিপাসের পুলিশ জানিয়েছে, ছাদ ধসের সময় গির্জাটিতে প্রায় ১০০ জন লোক ছিলেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার সময় সেখানে ব্যাপ্টিজম অনুষ্ঠান চলছিল। আটকে পড়াদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আটকাদের উদ্ধারে তৎপরতা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
[208101]
টেক্সাসের সীমান্তবর্তী তামাউলিপাস রাজ্যের নিরাপত্তা মন্ত্রণালয়ের মুখপাত্র জর্জ কুইলার জানিয়েছেন, এ ঘটনায় নয়জন মারা গেছেন এবং আরও ৪০ জনকে কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত ৩০ জন উপাসক নিখোঁজ রয়েছেন।
বিবিসি জানায়, ধ্বংসাবশেষ সরানোর জন্য স্থানীয় লোকজন বেলচা ও পিক্যাক্স নামে পরিচিত কুঠার জাতীয় জিনিস নিয়ে ঘটনাস্থলে হাজির হচ্ছে। এ ছাড়া জীবিতদের সাহায্য করার জন্য চিকিৎসা ও উদ্ধার সামগ্রীর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়দের সাহায্য চাওয়া হয়েছে।
রোববার বিকেলের এই ধসের পরে জরুরি পরিষেবার দলগুলোও ঘটনাস্থলে হাজির হয়।
এমটিআই