ঢাকা : অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের একটি মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৫ শিশুসহ ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি। খবর বিবিসির। এর আগে ফিলিস্তিনি চিকিৎস্যদের বরাত দিয়ে হামলায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিল গণমাধ্যম আলজাজিরা।
ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে অবস্থিত আল-আনসার মসজিদে হামলায় হামাস এবং ইসলামিক জিহাদের বেশ কয়েকজন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। তারা হামলার পরিকল্পনার জন্য এখানে আশ্রয় নিয়েছিল।
[209443]
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, হামলায় মসজিদের বাইরের অংশের ব্যাপক ক্ষতি হয়েছে এবং চিকিৎসকরা ঘটনাস্থলে ছুটছেন।
গাজায় ইসরায়েল বিমান হামলা শুরু করার পর রক্ষা পাচ্ছে না মসজিদও। সর্বশেষ দুদিন আগে ইসরায়েলের হামলায় ধসে পড়েছে গাজার একটি ঐতিহাসিক মসজিদ।
এমটিআই