হামাস ধ্বংস হলেই যুদ্ধ শেষ হবে: নেতানিয়াহু

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৩, ০৮:০২ পিএম

ঢাকা : ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত ১৮ দিনে গড়িয়েছে। এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আবারও হামাসকে নিশ্চিহ্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেছেন, ‘বেসামরিক হতাহতের জন্য হামাস দায়ী। তবে ইসরায়েল তাদের এড়াতে সর্বাত্মক চেষ্টা করবে।’ মঙ্গলবার (২৪ অক্টোবর) এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজায় স্থল আক্রমণের বিষয়ে সতর্ক করে নেতানিয়াহু বলেন, ‘যুদ্ধ দীর্ঘ হতে পারে। হামাস ধ্বংস হলেই যুদ্ধ শেষ হবে।’ তবে তার এই সতর্কতা হামাসের হাতে জিম্মিদের ঝুঁকি বাড়িয়েছে।

এমটিআই