ঢাকা : ইসরায়েলের নির্বিচার বিমান হামলা ও স্থল আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় এ পর্যন্ত নিহত বেড়ে আট হাজার পাঁচ জনে দাঁড়িয়েছে। এছাড়াও আহত হয়েছে অন্তত ২০ হাজার ২৪২ জন।
রোববার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে আরো বলা হয়, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত পশ্চিম তীরে নিহত হয়েছে ১১২ জন। আহত হয়েছে আরও এক হাজার ৯০০ জন।
গত ০৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের হামলার পর গাজা ও পশ্চিম তীরে হতাহত বেড়েই চলেছে। অপরদিকে হামাসের হামলায় ইসরায়েল নিহত হয়েছে এক হাজার ৪০৫ জন। আহত হয়েছে পাঁচ হাজার ৪৩১ জন।
এমটিআই