ঢাকা : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ৭ অক্টোবর থেকে অব্যাহত ইসরায়েলি বিমান হামলায় ৩ হাজার ১৯৫ জন শিশু নিহত হয়েছে। গাজায় নিহত এ শিশুর সংখ্যা ২০১৯ সাল থেকে প্রতিবছর সারা বিশ্বে সংঘাতে যত শিশু নিহত হয়েছে তার চেয়ে বেশি।
রোববার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে শিশুবিষয়ক আন্তর্জাতিক সহায়তা সংস্থা সেভ দ্য চিলড্রেন এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা।
এ ছাড়া গাজায় নিহত শিশুর সংখ্যা আরও বাড়তে পারে বলে শংকা করছে সংস্থাটি। কারণ, এখনও এক হাজার শিশু নিখোঁজ। আশঙ্কা করা হচ্ছে, তাদের বেশির ভাগই ইসরায়েলি বোমা হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।
সেভ দ্যা চিলড্রেন জানায়, গাজা এবং ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে, ৭ অক্টোবর থেকে গাজায় কমপক্ষে ৩১৯৫ জন শিশু, পশ্চিম তীরে ৩৩ জন এবং ইসরায়েলের ২৯ জনসহ মোট ৩২৫৭ জনেরও বেশি শিশু নিহত হয়েছে বলে জানা গেছে।
[210005]
তবে অবরুদ্ধ গাজায় মাত্র তিন সপ্তাহে নিহত শিশুর সংখ্যা ২০১৯ সাল থেকে বিশ্বব্যাপী সংঘাতে নিহত শিশুর সংখ্যার চেয়ে বেশি বলছে সংস্থাটি।
শুক্রবার থেকে গাজা উপত্যকায় শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর "সম্প্রসারিত স্থল অভিযান" ঘিরে সতর্ক করেছে সেভ দ্য চিলড্রেন। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে সংস্থাটি জানায় এ অভিযান আরও বেশি মৃত্যু, আহত এবং দুর্দশা নিয়ে আসবে।
এমটিআই