গাজা ইস্যু

সোমবার চীন সফরে যাচ্ছে আরব-মুসলিম দেশের মন্ত্রীরা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩, ০৬:২৫ পিএম

ঢাকা : গাজায় সংঘাত থামাতে আরব ও মুসলিম দেশগুলোর মন্ত্রীরা সোমবার চীন সফর করবেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ।

সফরটি চলতি মাসের শুরুতে রিয়াদে অনুষ্ঠিত আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে কমিটির প্রথম পদক্ষেপ।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, গাজায় অবিলম্বে যুদ্ধের অবসান এবং মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে শক্তিশালী বার্তা দিতে চীনের পরে আরও কয়েকটি দেশে সফর করবে আরব ও মুসলিম দেশগুলোর মন্ত্রীরা।

[211502]

এর আগে শনিবার প্রিন্স ফয়সাল ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেলের সঙ্গে গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শান্তির গুরুত্ব নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে চুক্তি থাকলেও গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার দিকে এখনো যথেষ্ট মনোযোগ দেওয়া হয়নি।

এমটিআই