কারাগারে অনশনের ডাক শান্তিতে নোবেল জয়ী নার্গেস মোহাম্মদীর

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৩, ১০:৫১ এএম

ঢাকা : শান্তিতে নোবেল বিজয়ী নার্গেস মোহাম্মদী ইরানের কারাগার থেকে নতুন অনশন শুরু করবেন বলে শনিবার তার পরিবার জানিয়েছে। এদিকে রোববার (১০ ডিসেম্বর) স্টকহোম কনসার্ট হলে ২০২৩ নোবেল বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হবে, আর এদিন অর্থাৎ রবিবার থেকেই নার্গেস মোহাম্মদী অনশনে যাচ্ছেন বলে ঘোষণা দিয়েছেন।

ধর্মীয় সংখ্যালঘুদের সাথে "সংহতি প্রকাশে" অনশনে যাওয়ার এমন সিদ্ধান্ত নিয়ছেনে বলে তার স্বামী, ভাই ও বোন অসলোতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানান। এর আগে মোহাম্মদী ইরানে বাধ্যতামূলক হিজাব পরা এবং মৃত্যুদণ্ডের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে গ্রেপ্তার হন।

তার কথা বলতে গিয়ে মোহাম্মদীর স্বামী বলেন, তিনি আজ আমাদের সাথে নেই, তিনি কারাগারে আছেন এবং ধর্মীয় সংখ্যালঘুদের সাথে সংহতি প্রকাশে তিনি অনশনে থাকবেন। তবে আমরা এখানে তার উপস্থিতি অনুভব করছি।

[212982]

মোহাম্মদীর ৫১ বছর বয়সী স্বামী তাগি রহমানি জানান, ধর্মীয় সংখ্যালঘুদের সাথে সংহতির একটি প্রকাশ হিসেবে দেশটির দুইজন নেতৃস্থানীয় ব্যক্তিত্বও তার সঙ্গে অনশনে রয়েছেন।

তিনি বলেন, মোহাম্মদী বলেছিলেন -'যেদিন আমাকে এই পুরস্কার দেওয়া হবে সেদিন আমি আমার অনশন শুরু করব, সম্ভবত তখন বিশ্ব এটি সম্পর্কে আরও জানতে ও শুনতে পারবে।

এর আগে নভেম্বরের শুরুতে বেশ কয়েকদিন অনশন পালন করেন তিনি। সেসময় মোহাম্মদী কারাগার থেকে হাসপাতালে তাকে স্থানান্তরিত করতে কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিলেন। তবে তিনি মাথায় হিজাব না পড়তে তার দৃঢ়তার কথা পুনর্ব্যক্ত করেছিলেন সেসময়।

[212998]

ইরানে নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তিনি অক্টোবরে নোবেল পুরস্কারে ভূষিত হন।

উল্লেখ্য, ইরানের বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু হিসেবে পরিচিত বাহাই সম্প্রদায় দেশটিতে নানাভাবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছে বলে সম্প্রদায়ের প্রতিনিধিরা ইতোমধ্যে তাদের প্রতিবাদের কথা দেশটির সরকারের কাছে জানিয়েছে। সূত্র: ডন

এমটিআই